রোজা রাখার নিয়ত 2024

ধর্মপ্রাণ মুসলমানের প্রতি বছর পবিত্র রমজান মাস উপলক্ষে মহান আল্লাহ তায়ালার অনেক বেশি ইবাদত করে থাকেন। প্রতিবছর চাঁদ দেখার উপর ভিত্তি করে রমজানের প্রথম দিন নির্ধারিত হয়। রোজার আরবি শব্দ সাওম। যার আভিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা। যার অর্থ বুঝায় সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত যে কোন পানাহার ও সকল প্রকার পাপকার্য থেকে বিরত থাকা।

তবে এ রোজা রাখার জন্য অবশ্যই একজন ব্যক্তিকে নিয়ত করতে হয়। তবে এই রোজার নিয়ত আপনি সেহরি খাওয়ার পর অথবা রোজার নিয়ত রাত থেকেই করতে পারেন। বস্তুত পক্ষে রোজা রাখার ক্ষেত্রে মনের ইচ্ছাই হলো- নিয়ত। এছাড়াও আরবিতে আমরা রমজানের নিয়ত করে থাকি। যা অনেক ব্যক্তি রোজা রাখার নিয়ত টি সঠিক জানেন না। তাই নিচে প্রবেশ করে বিস্তারিত জানুন। 

রোজা রাখার নিয়ত

এ বছর পবিত্র রমজান মাস মার্চ মাসের ১০ তারিখ অথবা ১১ তারিখ হতে শুরু হতে যাচ্ছে। তবে সঠিক তারিখটি সম্পূর্ণ নির্ভর করছে চাঁদ দেখার উপর। সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার,পাপাচার, কামাচার এবং সেই সাথে যাবতীয় ভোগ-বিলাস থেকেও বিরত থাকার নাম রোযা।

যেহেতু প্রতিবছর নির্দিষ্ট একসময় রমজান মাস এসে থাকে। তাই অনেকেই এক বছরের ব্যবধানে রোজার নিয়তটি ভুলে যান। সেক্ষেত্রে আপনারা এই পোস্ট থেকে রোজা রাখার নিয়তি একদম নির্ভুল এবং আরবিতে এবং বাংলা উচ্চারণ সহ জেনে নিতে পারবেন। যা নিচের দেওয়া প্যারাটিতে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে।

সেহরির পর রোজার নিয়ত

রোজা পালনে সেহরি এবং রোযা রাখার নিয়ত অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রত্যেক মুসলমান ব্যক্তিদের জন্য রোযা একটি ফরজ ইবাদত। তবে রোযা রাখার পূর্বে অবশ্যই মনের দৃঢ় বিশ্বাসের সাথে নিয়ত করতে হয়। অতি পরিচিত রোজার নিয়তটি সম্পর্কে আমরা হয়তো অনেকেই পরিচিত। যা প্রত্যেক মুসলিম ব্যক্তি সেহরি খাওয়ার পর নিচে দোয়া টি পড়ে থাকেন। তা হচ্ছেঃ

  • রোজার আরবি নিয়ত: نَوَيْتُ اَنْ اُصُوْمَ غَدًا مِّنْ شَهْرِ رَمْضَانَ الْمُبَارَكِ فَرْضَا لَكَ يَا اللهُ فَتَقَبَّل مِنِّى اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْم
  • রোজার নিয়তের বাংলা উচ্চারণঃ নাওয়াইতু আন আছুমা গাদাম, মিন শাহরি রমাদানাল মুবারাক; ফারদাল্লাকা ইয়া আল্লাহু, ফাতাকাব্বাল মিন্নি ইন্নিকা আনতাস সামিউল আলিম।
  • বাংলা অর্থঃ হে আল্লাহ, আগামীকাল পবিত্র রমজান মাসে তোমার পক্ষ থেকে ফরজ করা রোজা রাখার নিয়ত করলাম, অতএব তুমি আমার পক্ষ থেকে কবুল কর, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।

রোজা রাখার নিয়ত বাংলায়

কোন সৎ কাজের পূর্বে অথবা কোন কাজ করার পূর্বে নিয়ত অনেক বেশি গুরুত্বপূর্ণ। তবে আমাদের নিয়ত হতে হবে অবশ্যই নেক। পবিত্র রমজান মাসে রোযা রাখার জন্য আমাদের প্রত্যেককে নিয়ত করতে হয়। তবে আপনি আরবিতে অথবা বাংলাতে যেকোন ভাবে উচ্চারণ করে এবং রোযার নিয়তে নিয়ত করতে পারেন। যদি আরবি উচ্চারণ সহীহ শুদ্ধভাবে না করতে পারেন তাহলে বাংলা নিয়ত করতে পারেন। এক্ষেত্রে বাংলাতে বলতে পারেন ”আমি আজ রোযা রাখার নিয়ত করলাম”।

শেষ কথা

আশা করতেছি ইতিমধ্যে আজকের এই আলোচনা থেকে আপনারা একজন বিস্তারিতভাবে এবং নির্ভুল রোজা রাখার নিয়ত টি জানতে পেরেছেন। পবিত্র রমজান মাসে প্রত্যেক মুসলমান ব্যক্তির জন্য ফরজ ইবাদত। তাই সহিহ এবং শুদ্ধভাবে এবাদত করতে রোজার নিয়ত অনেক গুরুত্বপূর্ণ। যদি এই পোস্ট আপনার কাছে উপকৃত মনে হয় তাহলে রোজার নিয়তটি অন্যদের মাঝে শেয়ার করে জানিয়ে দিন।  ধন্যবাদ

Leave a Comment