সয়াবিন তেলের দাম কত টাকা ২০২৪

আজকের এই আর্টিকেলে যে বিষয় নিয়ে আলোচনা করা হবে সেই বিষয়টি বর্তমান বাজারে অনেক গুরুত্বপূর্ণ। অর্থাৎ এখানে আলোচনা করব সয়াবিন তেলের দাম কত। এই সয়াবিন তেলের দাম অনাকাঙ্খিতভাবে অনেকটা বৃদ্ধি পেয়ে গিয়েছিল। তবে কিছুদিন পূর্বে এই সয়াবিন তেল এর নির্ধারিত মূল্য থেকে মাত্র ৫ টাকায় কমিয়েছে।

বর্তমানে আজকের সয়াবিন তেলের দাম ২০২৪ প্রত্যেকের জেনে নেওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ।  প্রতিদিনেই এবং প্রতিমুহূর্তে আমাদের এই সয়াবিন তেলের প্রয়োজন। ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ কর্তৃক প্রকাশিত সয়াবিন তেলের সঠিক মূল্য আপনাদেরকে জানাবো। অতএব বিস্তারিত তথ্য জানতে একটু নিচে প্রবেশ করুন।

সয়াবিন তেলের দাম

আবার বর্তমান বাজারে এবং তেলের মূল্য কমানোর পর যে নির্ধারিত মূল্য রয়েছে তা হচ্ছে সর্বনিম্ন ১৬০ থেকে ১৬৫ টাকা। আর কিছু সর্বোচ্চ লিটারে ১৮৫-১৯০ টাকা। প্রতিদিনের রান্নার কাজে এই সয়াবিন তেল অনেক বেশি ব্যবহৃত। বিশেষ করে বাংলাদেশে এই সয়াবিন তেলের দাম পূর্বে থেকে অনেকটা বেশি ব্যবহৃত হয়।

ব্যাপক চাহিদা থাকায় কিছু ব্যবসায়ীরা এই সোয়াবিনের দাম হুরমুড় করে বাড়িয়ে দিয়েছিল। বর্তমানেও আজ পর্যন্ত এই Soybean oil এর বর্তমান মূল্য প্রায় ১৬০ থেকে ১৭০ টাকা। যা এখনোও সাধারণ জনগণের হাতের নাগালের বাইরে। বিভিন্ন কোম্পানিরর Soybean তেলের নাম ও দাম জানতে একটু নিচে প্রবেশ করুন।

১ লিটার সয়াবিন তেলের দাম কত

আপনি যদি কোন গ্রাম এলাকা থেকে ১ লিটার Soybean তেল ক্রয় করে থাকেন তাহলে আপনার কাছ থেকে দোকানীরা সর্বনিম্ন ১৬০ টাকা এবং ১৬৫ টাকা লিটার রাখতে পারে। তবে শহরের দিক দিয়ে এই সৈায়াবিন oil এর দাম কিছুটা তারতম্য হতে পারে। তবে বোতল জাত বিভিন্ন কোম্পানি দ্বারা এক লিটার Soybean oil এর দাম ১৭৪ টাকা থেকে ১৮৯ টাকা পর্যন্ত। তবে খোলা সয়াবিন তেলগুলো বর্তমান সময়ে ১৫৯ থেকে ১৬৫ টাকায় বিক্রি হচ্ছে।

সয়াবিন তেলের দাম কত ২০২৪

অসাধু ব্যবসায়ীদের হাতে এই তেলের নিয়ন্ত্রণ থাকার কারণে অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করতে পেয়েছিল। যার জন্য অনেকদিন পর্যন্ত সয়াবিন তেল সাধারণ জনগণের হাতে নাগালের বাইরে ছিল। বর্তমানেও অনেকেই ১ লিটার তেল ক্রয় করতেই হিমশিম খেয়ে ওঠেন। দীর্ঘদিন পার হবার পরেও এ সকল সয়াবিন তেলের মূল্য কখনো কমে যায়নি।

তবে কিছুদিন পূর্বে সয়াবিন তেলের দাম ৫ টাকা কমানো হয়েছে। অর্থাৎ এতে করে বোতল জাত সয়াবিন তেলের বর্তমান মূল্য ১৭৪ টাকা। এবং কিছু দোকানে কিছু প্রতি লিটার সোয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৮৯ টাকা ১৯০ টাকা। তবে সাধারন অবস্থায় খোলা তেল গুলো বিক্রি হচ্ছে ১৬০ টাকা করে।

খোলা সয়াবিন তেলের দাম কত ২০২৪

আজকের বর্তমান এবং আপডেট তথ্য অনুযায়ী খোলা Soybean তেল বাজারে বিক্রি হচ্ছে ১৬০ টাকা থেকে ১৬৫ টাকা। যা পূর্বে বিক্রি করা হতো প্রতি লিটার খোলা Soybean তেল ১৮০ থেকে ১৯০ টাকা। তবে নির্ধারিতভাবে ১৫৯ টাকা প্রতি লিটার মূল্য করা হলেও আশেপাশের দোকানগুলোতে সয়াবিন তেলের দাম রাখা হচ্ছে ১৬০-১৬৫ টাকা।

৫ লিটার সয়াবিন তেলের দাম কত

যদি প্রতি লিটার Soybean তেল আপনি দোকান থেকে ১৬০ টাকায় ক্রয় করে থাকেন। তাহলে ৫ লিটার Soybean oil এর মূল্য হবে ৮০০ টাকা। যদি কোম্পানির বোতলজাতকরণ পাঁচ লিটার ক্রয় করে থাকেন।  তাহলে সেই পাঁচ লিটার সয়াবিন তেলের দাম একটু বেশি হতে পারে।

অর্থাৎ প্রায় ৮৫০ থেকে ৮৭০ টাকা  হতে পারে। বাংলাদেশে এসব পণ্যের এবং প্রয়োজনীয় জিনিসের সঠিক মূল্য বলা কখনো সম্ভব নয়। যে কোন সময় পরিবর্তন হতে পারে। এবং দোকানীরাও সঠিক মূল্য থেকে কিছু পরিমাণ বেশি ক্রেতাদের কাছ থেকে রেখে থাকেন। 

আজকের সয়াবিন লিটারে ৫ টাকা কমলো

১৩ আগস্ট বাংলাদেশের সকল বাজারে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ কর্তৃক প্রকাশিত হয় সয়াবিন তেলের প্রতি লিটারে ৫ টাকা কম বিক্রি করতে হবে। ফলে বর্তমানে বোতলজাতকরণ কিন্তু প্রতি লিটারের সয়াবিন তেল এর মূল্য দাঁড়িয়েছে ১৭৪ টাকা। এবং বর্তমানে তা বিক্রি হচ্ছে ১৮৯ টাকা। অর্থাৎ খোলা সয়াবিন তেল ১৫৪-১৫৯ টাকা।

রূপচাঁদা সয়াবিন তেলের দাম কত ২০২৪

পূর্বে অর্থাৎ গত বছরে Soybean তেল বিক্রি হতো ১৪৫ থেকে ১৫০ টাকায়। সময়ের পরিবর্তনে মাঝখানে সোয়াবিন তেল প্রতি লিটার ২০০ টাকা বিক্রি হচ্ছে হয়েছে। তবে বর্তমানে সয়াবিন তেল ৫ টাকা কমিয়ে মূল্য নির্ধারণ করা হয়েছে ১৭৪ টাকা।

তবে বাংলাদেশের বিভিন্ন কোম্পানি অবস্থিত রয়েছে। যে কোম্পানিগুলো বোতল জাত করে সাধারণ মানুষের নিকট বিক্রি করে থাকেন। ঠিক তেমনি এমন একটি কোম্পানি  রয়েছে যে কোম্পানি রূপচাঁদা বোতল মানুষের নিকট পৌঁছে দিয়ে থাকেন। অর্থাৎ রূপচাঁদা সয়াবিন তেল এক লিটারের দাম ১৮০ টাকা থেকে ১৯০ টাকা।

পুষ্টি সয়াবিন তেলের দাম কত ২০২৪

ঠিক তেমনি আপনি যদি পুষ্টি Soybean তেল ক্রয় করতে চান। তাহলে রূপচাঁদার মতো এবং বিভিন্ন কোম্পানির আর তেলের মতো একই দামে কিনতে পারবেন। অর্থাৎ পুষ্টি Soybean তেল ৫ লিটারের দাম হবে বর্তমান বাজার অনুযায়ী ৮৭০ থেকে ৯৩০ টাকা পর্যন্ত।

ফ্রেশ সয়াবিন তেলের দাম কত ২০২৪

অনেকে রয়েছেন খোলা সয়াবিন থেকে বোতলজাত সয়াবিন তেল অনেক বেশি পছন্দ করেন। এর মধ্যে ফ্রেশ সয়াবিন তেল অনেক বেশি জনপ্রিয়। এখন আপনি যদি জানতে চান ফ্রেশ সয়াবিন তেলের দাম কত। তাহলে এখান থেকেই জানতে পারবেন। অর্থাৎ ফ্রেশ সয়াবিন তেল প্রতি লিটার মূল্য ১৮০ থেকে ১৯০ টাকা। বাংলাদেশের বিভিন্ন জায়গার দোকান বেঁধে এই ফ্রেশ সয়াবিন তেলের দাম অনেকটা পার্থক্য হতে পারে। 

শেষ কথা

বাংলাদেশের তেলের দাম বৃদ্ধির পরেও ৫ টাকা কমানো হয়েছে। যেটা করে এই তেলের দাম কমানো টা সাধারণ জনগণের জন্য আহামরি কিছুই না। অর্থাৎ দাম কমানোটা শুধুমাত্র জনগণকে সান্ত্বনা দেওয়া। এর মধ্যে সঠিক মূল্য আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি আপনি হয়তো ইতিমধ্যে সয়াবিন তেলের দাম ২০২৪ জানতে পেরেছেন। যদি এই পোস্ট আপনার কাছে তথ্যবহুল হয়ে থাকে তাহলে আপনার আশেপাশের ব্যক্তিদেরকে শেয়ার করে জানিয়ে দিবেন। আর যদি কোন তথ্য ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ

Leave a Comment